নির্বাচনী

লেঃ জেনারেল মাসুদ চৌধুরী পুনরায় সাংসদ নির্বাচিত

ফেনী প্রতিনিধি:
ফেনী-৩ আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল)। এ রিপোর্ট লিখা পর্যন্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।
জাতীয় পার্টির লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীকে প্রাপ্ত ভোট এক লাখ ৪৭ হাজার ৭৬০ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ (ঈগল )। তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৬২৬ ভোট।এ আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন। নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছিল ৭জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ।
প্রসঙ্গত: বিগত ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে মাসুদ উদ্দিন চৌধুরী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ওই মেয়াদের সাংসদ থাকাকালে ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

রহিম উল্লাহ’র বিরুদ্ধে গতকালের নির্বাচন চলাকালীন বিভিন্ন রকমের অভিযোগ পাওয়া গেছে।
দায়িত্ব পালনরত প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করেছেন তিনি। ভোট কেন্দ্রে সংঘটিত ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় রহিম উল্লাহ প্রিজাইডিং অফিসারকে গালমন্দ করতে করতে তেড়ে গিয়ে আক্রমণ করেন। উপস্থিত স্থানীয় একজন ভোটার প্রিজাইডিং অফিসারকে রক্ষা করতে এগিয়ে এলে তার সাথেও খারাপ আচরন করেন তিনি। সেসময় রহিম উল্লার এহেন আচরনে ক্ষুব্ধ একজন রহিম উল্লাকে অশিক্ষিত বলে তিরস্কার করতে শোনা যায়। এঘটনায় জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। উত্তেজিত রহিম উল্লা সাংবাদিকদের সাথেও দূ্র্ব্যবহার করেছেন।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button