করোনাভাইরাসে আক্রান্ত স্বামীর প্রবল শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের আগ্রার এলাকার রেণু সিঙ্ঘল। কিন্তু পথিমধ্যেই তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা হয়তো বুঝতে পেরেছিলেন রেণু। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
সোমবার (২৬ এপ্রিল) হাসপাতালের বাইরে রেণুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিঙ্ঘল।
ঘটনার একটি ছবি আহমেদ নামে একটি টুইটার অ্যাকাউন্ট টুইট করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ভারতে করোনাভাইরাস ও অক্সিজেন সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।
প্রসঙ্গত, ভারতজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন রেকর্ড সংখ্যক দুই হাজার ৮০৬ জন।