গুরুতর অসুস্থ ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাহিন আলম। বর্তমানে তিনি কিডনিজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী। ‘শাহিন আলম আমার বন্ধু। একসঙ্গে পথ চলা, অভিনয়েও অসাধারণ। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র কাজ করছে না, একদম বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন আগে কিডনি জনিত সমস্যায় ওকে দেখতে গিয়েছিলাম, পরে শুনলাম ওর কিডনি দুইটাই বিকল। ডায়ালাইসিস করছে বেশ কিছুদিন যাবৎ। গতকাল ওর ছেলে ফোন দিয়েছিল শুধু বলল, “আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ।” নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল।’
ওমর সানী আরও বলেন, ‘এমনিতেই কিডনি চিকিৎসায় ব্যয়বহুল ব্যাপার তারপর লাইভ সাপোর্ট। ওর ফ্যামিলি অনেক ভালো অবস্থায় আছে। কিন্তু এইভাবে খরচ হলে রাজার ভান্ডার শেষ হয়ে যায়। সেটাই বলছিল, শাহিনের ছেলে। কি করবো বুঝতে পারছি না, শুধু আল্লাহকে বলি আল্লাহ তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।’