বাংলাদেশ

আনন্দ আয়োজনে উদ্যোক্তা পার্টি

কে এ তানিস :
সাদিয়া আহমেদ আগে এই নামের মানুষটার সাথে পরিচয় করিয়ে দিই। তিনি একজন মা, তিনি কারোর ঘরের বউ, তিনি কারোর জীবন সংগী, এত দায়িত্ব তার মাথায় তার পরও ওনার আরও একটা অসাধারণ পরিচয় রয়েছে আর তা হচ্ছে তিনি একজন উদ্যোক্তা। সংসার স্বামী, বাচ্চা সব কিছু সামলিয়ে তিনি নিজেই অনলাইন বিজনেস করেন এবং আরও অনেক নারী উদ্যোক্তার পাশে দাড়িয়েছেন যেনো তারা নিজেরাও অনেকদূর এগিয়ে যেতে পারে।
সাদিয়া আহমেদ এর একটা গ্রুপ রয়েছে Women’s pawer. গত শুক্রবার তিনি তার গ্রুপ থেকে বেশ কিছু নারী উদ্যোক্তাদের নিয়ে একটা গ্রেন্ড পার্টির আয়োজন করেছেন। অসম্ভব সুন্দর আর মজার মজার খাওয়া ও আনন্দময় আড্ডার মধ্যে দিয়ে দিনটি শেষ হয়েছে। একজন উদ্যোক্তার সাথে অন্যজন উদ্যোক্তার নতুন করে পরিচয় হয়েছে। এই আনন্দ আয়োজনে সাদিয়া আহমেদ এর সাথে অনেক উদ্যোক্তারা তাদের নিজ নিজ ব্যবসার জায়গা থেকে অংশ গ্রহন করেছেন। তারা তাদের ব্যবসা থেকে অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলার জন্য নানা ধরনের গিফট স্পনসর করেছেন।
যারা প্রোগ্রামে Sponsor ছিলেন
Apsara By Antara: আমি অন্তরা হাসিব।
পেইজ টা আমার অনেক কষ্টের ফসল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী থাকা অবস্থায় খুলি এর জল্পনা কল্পনা করি। এদিকে অনলাইন বিজনেস সম্পর্কে ধারণা শূন্য, স্টুডেন্ট হওয়ার কারণে পুঁজিও ছিলনা। সামান্য জমানো টাকা আর টিউশনির বেতন দিয়েই শুরু হয় আমার অনলাইন পেইজ। শুরু করি ইম্পোর্টেড হিজাব, ড্রেস দিয়ে বলতে গেলে একদম শূন্য থেকে শুরু। বিপত্তি ঘটে পেইজ খোলার পর কেউ লাইক দেয়না। তারপর ও হাল ছাড়িনি। বুস্ট সম্পর্কে কোন ধারণা ছিলনা আর বুস্ট করার মতো ও টাকা ছিলনা। ১৪ হাজার লাইক ছিল শেয়ার এর পরে এক। মাঝখানে চাকরি নিয়ে ব্যস্ত থাকায় বেশি সময় দিতে পারিনি এরপর পুরোদমে শুরু করি ২০১৮ সাল থেকে।
একজন মেয়ের সংসার আর বাচ্চা সামলে বিজনেস এ অনেক চ্যালেঞ্জ থাকে।আমি মাঝে মধ্যে ভেঙে পড়তাম, আবার উঠে দাড়াতাম। আস্তে আস্তেই এগিয়ে চলি। এরপর সবার সাড়া পেতে থাকি আশার থেকেও বেশি। আস্তে আস্তে আবায়া, ড্রেস আনতে থাকি।
এরপর মনে হয় দেশিয় প্রোডাক্ট নিয়ে কাজ করি। দেশিয় মিষ্টি, রাজশাহী সিল্ক শাড়ি, জামদানী খিমার সেট নিয়ে আসি আমাদের কালেকশনে। ইচ্ছা আছে দেশের জিনিস নিয়ে আরও কাজ করব আর দেশিয় ঐতিহ্য কে তুলে ধরব।
ভাবতেই ভাল লাগে সরকার আমাদের মত উদ্যোক্তা দের কতটা অনুপ্রাণিত করছেন এবং বিভিন্ন বৃত্তির ব্যবস্থা করেছেন। বর্তমান সরকার আমাদের মতো অনেক ছোট উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক প্রোগ্রামের আয়োজন করেছেন যা সত্যিই প্রশংসনীয়।

AAlifs collection : শারমিন জামান তিনি ব্যবসা শুরু করেন ২০১৭ সাল থেকে, প্রথমদিকে তিনি মেয়েদের জামা কাপড় বাটিক নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু হটাৎ করে একদিন মাথায় আসলো আমি ভিন্ন ধরনের কিছু নিয়ে কাজ করি যা সচরাচর কেউ করে না যেই চিন্তা সেই কাজ। আমি বাঁশের৷ তৈরি জিনিসপত্র নিয়ে কাজ করা শুরু করলাম। যা মানুষের নিত্যপ্রয়োজনীয় অনেক কাজে লাগবে এবং স্বাস্থসম্মত হবে। ইনশাআল্লাহ আমি আমার এই ভিন্ন ধরনের ব্যবসা নিয়ে ভালই আছি।

shinyy business Meagnets:
হেমা হায়দার ও সামিনা সাম্মি এরা দুই বান্ধবী মিলে একসাথে বিজনেস শুরু করেছেন। একজন কাজ করছেন মেকয়াপ নিয়ে আর অন্যজন কাজ করছেন জুয়েলারি ড্রেস নিয়ে। দুজনেরেই স্বপ্ন অনেক বড় হবে একসাথে তাদের ব্যবসা। Women’s pawer এর সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। women’s pawer এর মাধ্যমে বিজনেস এর পরিচিতি বাড়বে বলে মনে করছেন।

De_iris: প্রেমা সারোয়ার, আমি
ছোট বেলার থেকে একটি শুপ্ত স্বপ্ন নিয়ে বড় হয়েছি একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার। তাই পড়াশোনার পাশাপাশি একটা ছোট অনলাইন পেজ দিয়ে কাজ শুরু করি। দেখতে দেখতে আমার ব্যবসা ৩ বছর হয়ে গেলো । খুব জনপ্রিয় না হলেও আলহামদুল্লিলাহ ধীরে ধীরে অনেক ভালই এগিয়ে যাচ্ছে। আমার বাবা মা আর আমার পার্টনার নিবিড় এর সাপোর্ট ছাড়া এটা কখনো সম্ভব ছিল না তারা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। আমার De_iris এর উদ্দেশ্য একটাই কথা বলবো আমি চাই সবাই ভালো পণ্য সাশ্রয়ী দামে ক্রয়া করুন।

Forever Aloe Lounge: রুমানা মির্জা। আমি কাজ করছি global Health Wellness নিয়ে। যে কোন স্বাস্থ সমস্যা নিয়ে আমি কাজ করছি। আমাদের দেশের মেয়েদের এমন অনেক সমস্যা রয়েছে যা তারা সবসময় বলতে পারে না। আমি সেই সব মেয়েদের সমস্যা শুনে তাদের সাহায্য করতে চাই। তাদের পাশে থেকে সবাইকে সাহায্য করে আমি জীবনে অনেকদূর যেতে চাই। সবার কাছে দোয়া কামনা করছি আমি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ।

Abida’s innovat collection: আমি আবিদা সুলতানা (চাঁদনী) আমার স্বপ্ন দেখতে ভাল লাগে, সুন্দর সুন্দর স্বপ্ন, ছোটবেলা থেকেই একটু বেশি স্বপ্নপ্রিয় মানুষ, এই স্বপ্ন যা আমাকে নিজের উদ্যোগে কিছু করতে শিখিয়েছে, এই স্বপ্নকে ঘিরে গড়ে তুলেছি অনলাইন ব্যবসা, যাতে নিজে স্বাবলম্বী হতে পারি এবং অন্যকে সাহায্য ও করতে পারি। আমার অনলাইন পেজ Abida’S innovate collection যাতে রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি এবং বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং হাতের তৈরি গয়না।
আমি ভবিষ্যৎ প্রজম্মের কাছে নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তুলে ধরতে চাই,সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহপাক যাতে আমার মন-বাসনা পুরণ করে।
সবাই বেশি বেশি করে স্বপ্ন দেখবেন,স্বপ্ন বাচতে শিখায়, অনেক দূর এগিয়ে যেতে শিখায়।
Faria’s collection: আমি ফারিয়া মোনালিসা খান। এক রকম শখের বশেই সেলস এ জব জয়েন করা, লক্ষ্য নিজের একটা আইডেন্টিটি। ৩ মাসের মাথায় প্রমোশন – ম্যানেজার আলহামদুলিল্লাহ।
সব মিলিয়ে সেলস,ইভেন্ট ম্যানেজম্যানট, সফটওয়্যার কোম্পানিতে কাজ করার সৌভাগ্য হয়েছে।
এর পর আমি আর থেমে থাকিনি । মানুষ হিসেবে প্রচণ্ড রকম স্পষ্টবাদী। রাগী তবে বন্ধুত্বপরায়ণ।
ব্যবসা করার জন্য এক বন্ধু সাহস দিল স্বপ্ন পূরনে সাথে থাকার। বলল সব চিন্তা ওর আমি যেনো শুরু করি। আল্লাহ ওকে ভালো রাখুক।
আপনাদের সহযোগিতা ও উৎসাহ কাম্য। আশা করি আপনাদের সবাইকে ভাল কাজ দ্বারা উৎসাহিত করতে পারবো ইনশাআল্লাহ।
পরিমান না, পরিমাপ ও গুনগত দিক হচ্ছে আমার ব্যবসায় আসার মূল লক্ষ্য।
TAS Collection : আমি তাসলিমা সীমা। অনেকদিন আগে থেকেই অনলাইন বিজনেসটা করি। জুয়েলারি জামা, এইসব নিয়ে কাজ আমার। আমার জুয়েলারি আইটেম বেশিরভাগ দেশের বাইরে থেকে নিয়ে আসা। আমি চাই আমার কাস্টমারদের কে ভালো একটা পন্য দিতে। যেন যারা আমার থেকে কিনে একটা ভালো পন্য পায়। তাদের কস্টের টাকা কাজে লাগে। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে।

Finery : ড চিং চিং । আমার স্বপ্নটা একটু অন্যরকমই ছিল। আর অন্যরকম স্বপ্ন থেকে অন্যরকম কিছু নিয়ে কাজ করি। আমি রিক্সা পেইন্ট নিয়ে কাজ করছি। মানুষের নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিস আমার ফিনারীতে পাবেন। যা আমি সাজিয়েছি রঙ তুলি দিয়ে বিভিন্ন প্রকার ছবি দিয়ে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে শাড়ি, চুড়ি জামা সব পাবেন আমার ফিনারী তে।
Beauty by jisha: আমি জিশা রহমান কাজ করছি মেকয়াপ নিয়ে। ভবিষ্যতে আমি একজন ভালো মেকায়াপ আর্টিস্ট হতে চাই। এখন অনলাইনে কাজ করছি। আমি আমার কেরিয়ার নিয়ে অনেকদূর যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা এবং স্বপ্ন আছে মেকওভার সেলুন দিয়ে আমি আমার আগামী পথ চলাকে আরও সুন্দর করে তুলবো। সবাই পাশে থাকবে ইনশাআল্লাহ।
Afia Collections: আমি লামিয়া ২০১৫ থেকে আমি আমার ব্যবসা শুরু করেছি। চায়না, থাইল্যান্ড, থেকে বেগ নিয়ে এসে আমি ব্যবসা করি। ভালো মানের পন্য নিয়ে কাজ করি। আমি বিশ্বাস করি পন্যের মান ভালো হলে ব্যবসায় সফলতা পাওয়া যায়। কাস্টমার যখন একটা ভালো মানের পন্য হাতে পেয়ে খুশি হয় এতেই আমার বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ।
Sparkling Hena Enchanters-SHE: তাসমিয়া সুজানা, মেহেদী দেয়া আমার একধরনের শখ ছিলো। শখ থেকেই আসলে কাজ করা। নিজে মেহেদী পরতে ভালো লাগে এবং অন্যকে পরাতে ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই আমি এইটাকে আমার পেশা হিসেবে নিয়েছি। ইনশাআল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি আর কাজ করে আমি নিজেও শান্তি পাই। সবাই দোয়া করবেন আমার জন্য।
Home made cake and pudding: আমি তাজরিয়া ইয়াসমিন। হোম মেইড খাবার নিয়ে কাজ করছি। মুলত আমার ভাবনা হচ্ছে বর্তমানে আমরা দিন দিন ভেজাল খাদ্যের মধ্যে ডুবে যাচ্ছি। তাই আমার চিন্তা আমি হোম মেইড খাবার নিয়ে কাজ করি ভেজালমুক্ত খাবার যেন সবাইকে দিতে পারি। আমি আমার সৎ চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন।
All In Hand catering : আমি ইশরাত কামাল সকল ধরনের খাবারের আইটেম নিয়ে আমার ব্যবসা। আমার কেটারিং এ পাবেন চাইনিজ খাবার, বাংলা খাবার, ফুডিং, কেক। মানুষকে ভালো কিছু খাওয়ানোর ইচ্ছা থেকে আমার এই ব্যবসা শুরু করা। ইনশাআল্লাহ মানুষকে আরও ভালো কিছু দিতে চাই ভবিষ্যতে।
Nameera_Biotic: আমি Nowshin j Ahasan।একজন biotechnologist , আমার thesis ছিল food color adulteration, আমি সব সময় খাবার এর মান নিয়ে কাজ করেছি। পরিবারের সদস্যদের সময় দিতে গিয়ে আমার কর্মজীবনে ১৫ বছর চলে গেছে। আমি আবার নতুন করে শুরু করেছি। আমার মেয়ে নামীরা র নাম দিয়ে ছোট page Nameera_Biotic খুলেছি। যেখানে আমি আস্ত মশলা, নিজের হাতে বানানো নানা ধরনের মিক্সড গুড়া মশলা – গরম মসলা, শাহি গরম মশলা, বিরিয়ানি , চটপটি, নুডলস ,চা মশলা, আদা গুড়া , রসুন গুড়া , ভাজা জিরা, এলাচ , দারচিনি , সাদা, কালো গোল মরিচ গুড়া, সরিষা গুড়া, নানা ধরনের বাদাম নিয়ে কাজ করছি।

Golpo photography: অনিক বান্টি ও জয় জেসি আমরা দুজন বন্ধু এবং পার্টনার। আমরা আমাদের ফটপোগ্রাফি শুরু করেছি ২০১৮ সাল থেকে। আমরা কাজ করছি Wedding photography, Fashion photography, Product Shoot, cinematography এই সব কিছু নিয়ে ইনশাআল্লাহ।
Sahoshi khobor: কে এ তানিস। সত্য খবরের অংগীকার নিয়ে আমার পথ চলা। ভবিষ্যতে অনেকদূর যাবো আপনাদের সাথে নিয়ে কথা দিলাম। সাহসী খবর এর সাথে থাকবেন ইনশাআল্লাহ পাশে পাবেন সবসময়।
Razia’s Makeover Studio: আমি রাজিয়া সুলতানা। সাজতে কার না ভালো লাগে বলুন? আমার সাজতে এবং সাজাতে দুটোই ভালো লাগে। আর তাই মানুষের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতেই আমি কাজ করি।
Trump’s collection: টুম্পা মোস্তাকিম: একজন গৃহীনি হয়েও সখ জাগে অনলাইন বিজনেস করবেন। সংসার আর ২টা বাচ্চা নিয়েও সাহসের সাথে শুরু করে দিয়েছেন বিজনেস।
উনি কাজ করছেন ইন্ডিয়ান বুটিক এবং পার্টি ড্রেস নিয়ে। আগামীতে অনেক বড় কিছু করতে চান ইচ্ছা আছে শোরুম করার।
Choice & Pick Up: আমি আকলিমা মিম। ব্যবসা শুরু করেছি ২০১৭ সাল থেকে শখ থেকে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আজকে তাই পেশা করে নিলাম। বর্তমানে পেশা এবং নেশা দুটোই আমার ব্যবসায় কাজ করে। আমি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছি। আমার পরিবারের সমথর্ন এর কারণে দিন দিন আমার ব্যবসার পরিধি বাড়ছে ইনশাআল্লাহ।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button