করোনাভাইরাস

আরো এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ লকডাউন

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ এসেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির তরফে। কমিটি শুরুতেই কঠোর লকডাউন বা শাটডাউন ১৪ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল। কমিটির পরামর্শে গত ১লা জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা। করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছিল। সাত দিনের লকডাউন চলছে। এটা আরো সাত দিন বাড়ানো প্রয়োজন। কারণ সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ দিনের লকডাউন প্রয়োজন।
নতুন করে লকডাউন বাড়বে কিনা এ বিষয়ে এখনও সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, দুই এক দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button