ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় যারা

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের বাধা পেরোতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে । টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪ দলের মধ্যে ১৬ দলের নকআউটে ওঠার পথটা সহজ ছিল না মোটেও। গ্রুপপর্বের একদম শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শেষ ষোলোর সব দলের নাম জানতে। বুধবার রাতে ড্র হয়েছে ‘এফ’ গ্রুপের শেষ দুটি ম্যাচই। ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স-পর্তুগাল। অন্য ম্যাচে একই ব্যবধানে অমীমাংসিত থাকে জার্মানি-হাঙ্গেরি লড়াই।

ছয় গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স। রানার্সআপ হিসেবে নকআউটে গেছে ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি।

পাশাপাশি ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ চার দলও পেয়েছে শেষ ষোলোর টিকিট। এই নিয়মের সুবাদেই বেঁচে গেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
তারা ছাড়াও শীর্ষ চার তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা পেয়েছে ইউক্রেন, সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। দুই দিন বিরতির পর শেষ ষোলোর খেলা মাঠে গড়াচ্ছে শনিবার রাতে।

নকআউট পর্বের প্রথম দিনে ইতালির প্রতিপক্ষ অস্ট্রিয়া। ওয়েলস খেলবে ডেনমার্কের বিপক্ষে। শতভাগ জয়ের রেকর্ড নিয়ে রোববার শেষ ষোলোয়া নেদারল্যান্ডস মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। ২৭শে জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালে খেলবে আসরের অন্যতম ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে। ২৮শে জুন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। দুইবারের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার। শেষ ষোলোর শেষ দিনে ২৯শে জুন লড়বে ইংল্যান্ড-জার্মানি। একই দিন কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে সুইডেন-ইউক্রেন।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button