উদ্বোধনের আগেই মাটির সাথে মিশে গেলো সিলেটের,সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর রাস্তার কুন্দানালা ব্রিজ।
কিন্তু গত রোববার সন্ধ্যার দিকে ভেঙ্গে পরে এই সেতুতি।
১৫ কোটি টাকা বরাদ্ধ করে এই ব্রিজ এর কার্য সম্পাদন করা হয়। কিন্তু থিকাদারের মন্তব্য সেতুর কায ৮০% ভাগ সম্পন্ন হয়েছিল। যান্ত্রিক ত্রুতির কারনে হাইড্রলিক পাইপ ফেটে জায় এবং এই দরঘটনা গটে।




কিন্তু এলেকাবাসির মন্তব্য এই ঠিকাদার দারা আর ৪ টি কাজ সম্পন্ন হচ্ছে যার সব গুলা কাযই এই রকম।