জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বা’মী রাকিব হাসান জানিয়েছেন,
তিনি সাবেক স্ত্রী’কে আর জীবনে ফিরে পেতে চান না।বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একটি বেস’রকারি চ্যানেলকে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, ডিভোর্সের কোনো কপি আমি পাইনি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তামিমাকে জীবনে আর ফেরত চাই না।কিন্তু এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য।এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরু’ষ জাতির।
যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।স’ন্তানকে জো’র করে রেখে দেয়ার অভিযোগের বি’ষয়ে জানতে চাইলে অস্বীকার করেন তিনি।