ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-১৪ এর ঘরের ভিতরে থাকা প্রতিযোগীদের আচার ব্যবহার এবং তাদের নোংরা প্রয়োগের কারনে চরমভাবে চটেছেন প্রভাবশালী এই বলিউড অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, বিগ বস -১৪ সঞ্চালনা করতে গিয়ে খেপে যান সালমান খান। তিনি যখন বিগ বসের ঘরে চিৎকার করে প্রতিযোগীদের বলা কথার জবাব দিচ্ছিলেন, সেই সময় ভারতের নামিদামি গায়ক রাহুল বৈদ্য তার পালটা জবাব দিতে গেলে, তার উপরও রেগে যান অভিনেতা।
সালমানের ওই ভিডিও প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।বিগ বস- ১৪ এর ঘরে বসে প্রতিযোগীরা এসব কী করছেন বলে প্রশ্ন তোলেন তিনি।তিনি আর ও বলেন, বিগ বসের ঘরে যা দেখানো হচ্ছে, তা কোনওটাই পূর্ব পরিকল্পিত নয়। প্রতিযোগীদের সম্পর্কে সালমান খান যা বলছেন, তার কোনওটাই পূর্ব পরিকল্পিত নয় বলে স্পষ্ট জানান তিনি।