ময়মনসিংহ

কবর খোঁড়ার জন্য কোপ দিতেই যুবকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মৃত ব্যক্তির জন্য কবর খুঁড়তে কোদালের কোপ দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত বাবুল মিয়া নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় এলাকার মৌয়াজ আলীর ছেলে।

ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ‘নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড়ের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) গতকাল মঙ্গলবার রাতে মারা যান। আজ সকালে কবরস্থানে কবর খুঁড়তে যান বাবুল মিয়া। কোদাল দিয়ে মাটিতে কোপ দিতেই সেখানে ঢলে পড়েন তিনি। এরপর লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদের বরাত দিয়ে ওসি বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয় বাবুলের। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button