কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচে খেলতে কাতারের রাজধানী দোহা-তে অবস্থা করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩২ সদস্য। কাতার এসে এয়ারপোর্টে ক’রো’না পরী’ক্ষার জন্য নমুনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কো’ভিড টেস্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সব সদস্যের রিপোর্ট নে’গেটি’ভ আসে।
রোববার (৩০ মে) দ্বিতীয়বারের মতো আবারও ক’রো’না পরীক্ষার জন্য নমুনা দিতে হয়েছে। রি’পোর্ট পাওয়া যাবে আগামীকাল সোমবার। দ্বিতীয় দিনের মতো আজ রোববার কাতারের স্থানীয় সময় বিকেল ৪ টা ৩০ মিনিট থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত কাতার ইউনিভার্সিটি মাঠে গরমের তাপমাত্রা ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন করেছেন।
সোমবার (৩১ মে) একি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন, কাতারের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। কাতারের হোটেল ইজদান প্যালেসে অবস্থান করছেন বাংলাদেশ ফুটবল দল, এছাড়াও ভারত ও আফগানিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও একি হোটেলে অবস্থান করছেন।
আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ম্যাচগুলো আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানান গেছে।