বিশ্ব

কুয়েত থেকে উঠিয়ে নেওয়া হতে পারে ৩৫ দেশের নিষেধাজ্ঞা

আগামী ২১ই শে ফেব্রুয়ারী থেকে উঠিয়ে নেওয়া হতে পারে ৩৫ দেশের নিষেধাজ্ঞা আর দেশগুলো থেকে আ’টকে পড়া প্রবাসীদের যাদের বৈধ আকামা আছে তাঁরা আবার ফিরতে পারবেন কুয়েতে। কুয়েতে ফিরে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং নিজেদের হোটেল খরচ বহন করতে হবে । উন্নতমনায়ের সব হোটেলে কোয়ারেন্টিন ব্যবস্থা রেখে এবং ব্যয় নির্ধারণ করে আগামী মার্চ মাসে খুলে দেওয়া হতে পারে সরাসরি বিমান চলাচল।
কুয়েতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী আগামী ২১ শে ফেব্রুয়ারি থেকে বিদেশে থেকে কুয়েতে আগত ব্যক্তিদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন কার্যকর করার মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এর ফলে ৩৫টি নিষিদ্ধ দেশ থেকে সরাসরি কুয়েতে ফ্লাইট আসতে পারবে ।
কুয়েতে স্বাস্থ্য মন্ত্রনালয় “অক্সফোর্ড” ও “ফাইজার” (Pfizer) ভ্যাকসিন প্রস্তুতুকারী সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে যে ভ্যাকসিন আরো প্রয়োজন – যাতে করে প্রতিদিন ১০ হাজার জন তা গ্রহন করতে পারে।এছাড়া “ফাইজার” (Pfizer) ভ্যাকসিনের আরো একটি ব্যাচ আগামী সপ্তাহে কুয়েতে আসার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button