বাংলাদেশ

কোম্পানীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে ডিবি পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার স্বজনরা। বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে দাবি তাদের।

বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে একজন নিহত হয়। ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন। আর ২০শে ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button