বাংলাদেশ

কয়েলের আগুনে পুড়ে গেল দোকান

মশার কামড় থেকে রক্ষা পেতে দোকানে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন দোকানি আরব আলী। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় কয়েলটি নেভাতে ভুলে যান তিনি। সেই আগুন থেকে বৃহস্পতিবার ভোরে দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানটি। এতে পুড়ে গেছে দোকানসহ মালপত্র। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে।
দোকানি আরব আলীর ছেলে রিগেন আলী বলেন, বুধবার সন্ধ্যায় তাঁর বাবা নিজের ভাঙারির দোকানে মশার কামড় থেকে রক্ষা পেতে কয়েল জ্বালিয়ে ছিলেন। ভুলে কয়েলটি না নিভিয়ে দোকান বন্ধ করে রাত নয়টার দিকে তিনি বাড়ি চলে আসেন। শেষ রাতের দিকে দোকানে আগুন ধরে যায়। কয়েলের আগুন প্লাস্টিকের ভাঙারিতে ছড়িয়ে পড়ে মালপত্রসহ পুরো দোকানটি পুড়ে গেছে। এতে তাঁদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের দলনেতা রফিকুল ইসলাম বলেন, বাজারের নৈশপ্রহরী প্রথমে আগুন দেখতে পান। পরে খবর পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button