বাগেরহাট জেলার, ফকিরহাট উপজেলার 5 নং বাহিরদিয়া মানসা ইউনিয়ন, এ আজকে রেশন কার্ডের চাউল দেওয়া হয়েছে, চাউলের বস্তা মেশিন দিয়ে সেলাই করা, চাউলের বস্তা খুললে দেখা যায়, বস্তার উপরিভাগে, ভালো চাউল, ভিতরে ইট বালু খোয়া সিমেন্ট, খড় কুটাতে বস্তা ভরপুর, এলাকার জনসাধারণ বলে এতে করে খাদ্য অধিদপ্তর ও সরকারের ভাবমূর্তি খুন্ন হচ্ছে, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করে এলাকার জনসাধারন।
সম্পর্কিত
এছাড়াও পডুন
Close