কয়েকদিন হলো দেশে করোনায় আক্রান্তের হার বেড়েই চলেছে। দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা। সব কিছু বিবেচনা করে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সোমবার থেকে ৭ দিনের জন্য লক ডাউনে যাচ্ছে বাংলাদেশ, এমন ঘোষণাই দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন লক ডাইনের ব্যাপারে গণমাধ্যমে জানিয়েছেন, এক সপ্তাহের লক ডাউনের শুধু মাত্র জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান গুলি খোলা থাকবে। খোলা থাকবে শিল্প ও কল কারখানা। যেখানে করোনার স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফ্টে কাজ করবে শ্রমিকরা। প্রতিমন্ত্রী আরও বলেন, এক সপ্তাহের এই ‘লকডাউন’সোম অথবা মঙ্গলবার শুরু হতে পারে।
তিনি বলেন, এখই চূড়ান্ত দিন তারিখের কথা উল্লেখ করেননি ফরহাদ হোসেন, তিনি বলছেন লকডাউনে যাবার আগে জনগনকে প্রস্তুতি নেবার সুযোগ দেয়া হবে।