আসন্ন ফেনী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় চুড়ান্ত মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এসময় সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বপন মিয়াজী। ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী পৌরসভার বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
পরে সাংসদের হাতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরকৃত দলীয় মনোনয়নের চিঠি তুলে দেন স্বপন মিয়াজী। এসময় সাংসদ নিজাম উদ্দিন হাজারী স্বপন মিয়াজীকে অভিভনন্দন জানান।