খেলাধুলা

গ্রিজমান মেনে নিতে পারছেন না বার্সার বিদায়

কোয়ার্টার ফাইনালে উঠতে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতেই হতো। ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ ব্যবধানে হার। প্রতিপক্ষের মাঠে কাল রাতে তা সম্ভব হয়নি, ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে শুরুতেই আরও পিছিয়ে পড়ে বার্সা। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির শেষ আটে ওঠা দৃশ্যত নিশ্চিত করে ফেলেন কিলিয়ান এমবাপ্পে। এখান থেকেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন মেসি-গ্রিজমানরা।
ফিরতি লেগের স্কোরলাইন কাতালান ক্লাবটির লড়াইকে ঠিক বোঝাতে পারছে না। পিএসজির মাঠে কাল দারুণ খেলেছে বার্সা, বিশেষ করে প্রথমার্ধে। এমন লড়াই করেও বিদায় নেওয়াটা ঠিক মেনে নিতে পারছেন না বার্সা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button