সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা প্রদেশে তিনজন তরুন প্রজন্মের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে নিজ বাসভবনে মৃত পাওয়া গিয়াছে ” ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন ) মৃত্যু ব্যক্তিদের ঠিকানা ও বাড়ি চট্টগ্রাম নিশ্চিত করা হয়েছে। (১) মরহুম প্রবাসী গিয়াস উদ্দিন -বাড়ি হাশিমপুর ,চন্দনাইশ, চট্টগ্রাম ( ২) মরহুম আমিরুল ইসলাম কাইয়ুম -বাড়ি বাহুলি পটিয়া চট্টগ্রাম (৩) মরহুম রাকিব – বাড়ি লালারখীল পটিয়া চট্টগ্রাম -মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি । এবং আমরা সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্বাদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছি, এবং পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
সম্পর্কিত
এছাড়াও পডুন
Close - বাংলাদেশ সমিতি ফুজাইরা ফ্রি-তে স্বাস্থ পরীক্ষাডিসেম্বর ২৬, ২০২৩