করোনাভাইরাস

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত নোবিপ্রবি ভিসি

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. দিদার উল আলম।
তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিসি অধ্যাপক ড. মো. দিদার উল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। করোনা আক্রান্ত হলেও শরীর অনেকটাই স্বাভাবিক আছে। সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তিনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার ২২ দিন পর থেকে কার্যকারিতা শুরু হয়। তবে, কারও কারও ক্ষেত্রে এই সময় আরও বেশিও লাগতে পারে। ফলে ভ্যাকসিন নেওয়ার পরেও সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য।।
এর আগে, গত ৯ই ফেব্রুয়ারি অধ্যাপক ড. মো. দিদার উল আলম করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। টিকা নেয়ার ৩৪ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button