আর ঠিক ৩০ দিন পর শুরু হবে টোকিও অলিম্পিকের মশাল দৌড়। যেখানে এবারের গেমসে করোনা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমতো।
আগামী ২৫ মার্চ জাপানের উত্তরপূর্বের শহর ফুকুশিমা থেকে শুরু হবে মশাল দৌড়। এরপর একে একে ৪৭টি শহর প্রদক্ষিণ করবে অলিম্পিক মশাল। শুরুতে ফুকুশিমা, তোশিগি, গুনমা ও নাগানো এই চার শহরে হবে র্যালি।
এরই মধ্যে সম্পন্ন হয়েছে অলিম্পিক মশাল দৌড়ের যাবতীয় পরিকল্পনা। করোনা পরিস্থিতির কারণে কিছুটা কমিয়ে আনা হয়েছে অনুষ্ঠানের পরিসর।