আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।এ সময় বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, আওয়ামী লীগের কর্মীরা প্রতিনিয়ত ধানের শীষের পোস্টার ছিঁড়ছেন। বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান, মারপিট, বিএনপির সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখতে প্রকাশ্যে হ্যান্ডমাইকে হুমকি প্রদান করে পৌরসভাজুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। গত ২৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচারের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অথচ প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রায় প্রতিদিন নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এভাবে নির্বাচনের ফলাফল নৌকার পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে ১০টির বেশি অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি।