নিখোঁজের ৫ ঘণ্টা পর ৩ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপু নামের ১৩ বছরের আরেক শিশুকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে রৌমারী উপজেলার ঝগড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঝগড়ারচর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে হোসাইন আহমেদ সাফি (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওইদিন বিকেল থেকে শিশুটি নিখোঁজের মাইকিং করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। সাফি ঝগড়ার চর গ্রামের স্কুল শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সাফি গত ৪ঠা ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টার পর বাড়ি থেকে নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যায় রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সাফির চাচা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের পরিবারের সাথে কারো দ্বন্দ্ব ছিল না। কিন্তু গতকাল অপু আমার ভাতিজাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমার ভাতিজাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঠিক কি কারণে এ হত্যাকা- তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আব্দুর রউফের ছেলে অপুকে (১৩) থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হচ্ছে।