বিশ্ব

নির্মাণাধীন ভবনের ইট পড়ে রাজধানীতে নারী শ্রমিক নিহত

রোববার ( ৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় পাশেই একটি চারতলা নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত রুনা আক্তার (২২) একজন পোশাক শ্রমিক হিসাবে কাজ করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন। নিহেতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়, বর্তমানে, যাত্রাবাড়ী কোনাপাড়ার পশ্চিম মোমিনবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার রিয়াজ নামের সাত বছরের একটি সন্তান হয়েছে।
নিহতের স্বামী শাহীন জানান, সকাল পৌনে আটটার দিকে তার কর্মস্থল। মোল্লা গার্মেন্টে যাওয়ার সময় পাশেই একটি নির্মাণাধীন ভবন চার তালার উপর থেকে রুনার মাথায় ইট পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-এস .আক্তার

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button