গত ২২শে র্মাচ শনিবার ঢাকাস্থ ৭৯, মতিঝিলে
এতিম, আলেম-ওলামা ও বিশিষ্টজনদের সম্মানে সংযোগ-নোফেল কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অমুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিপুল পরিমান সদস্যগণ অংশগ্রহণ করেন। মাহফিলে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা শেষে বক্তব্য রাখেন : সর্বজনাব প্রফেসর গ্রেড-১ ঢাকা বিশ্ববিদ্যালয়- ডক্টর সৈয়দ শামসুদ্দিন, বিভাগীয় কমশিনার সিলেট বিভাগ- মোহাম্মদ এনামুল হক, আহবায়ক বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ এফবিসিসিআই- জাকির হোসেন নয়ন, সদস্য সচিব জাকির হোসেন, চেয়ারম্যান এলএলআই সিকিউরিটিজ- ব্যারিস্টার রেদওয়ান হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাসদ (রব)- শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, চেয়ারম্যান হৃদয় গ্রুপ ও সাধারণ সম্পাদক ফেনী ক্লাব ঢাকা লিঃ- জহির উদ্দিন আলমগীর, নির্বাহী পরচিালক (অর্থ) কোল পাওয়ার জেনারেশন বাংলাদেশ লিঃ- মোঃ শহদিুল্লাহ (এফসিএমএ), সিএফও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি- মোঃ আব্দুর রহিম এফসিএ, সাবেক সভাপতি রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- বেলায়েত হোসেন ভূঁইয়া, চীফ অ্যাডভাইজার মডার্ন হারবাল গ্রুপ- প্রফেসর শাহজাহান সাজু, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট- তাজুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার গিয়ার্সগ্রুপ- মোহাম্মদ নুরুল ইসলাম, সভাপতি কবিরহাট উপজেলা সমিতি ঢাকা- জামাল উদ্দিন পাটোয়ারী, ডেপুটি রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীর আলম জাহিদ, ব্যবস্থাপনা পরিচালক বিকন রিয়েল এস্টেট লিঃ- মোহাম্মদ ছাখাওয়াত হোসেন, অর্থ-সম্পাদক বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি ও সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা সমিতি ঢাকা- মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরচিালক ওরাকল বিল্ডার্স- ডক্টর নিজাম উদ্দিন, চীফ অব তাকাফুল ইসলামী বীমা এনএলআই- জি এম হেলাল উদ্দিন, চেয়ারম্যান স্বপ্নিল- মনজুরুল আলম টিপু, হেড অব এডমিন স্পেকট্রাম ইন্টাঃ স্কুল- মোঃ আহসান উল্লাহ্ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোশারফ হোসেন (সেনবাগ), জিবি মেম্বার এফবিবিসিসিআই- রেজা শাহ্ ফারুক, চেয়ারম্যান রোম কর্পোরেশন প্রাইভেট লিঃ- দিদার উল আলম মজুমদার, সদস্য এফবিসিসিআই- ইসমাইল চৌধুরী বাদল, ই.ভি.পি এনএলআই- ফজলে এলাহী চৌধুরী, অভিভাবক প্রতিনিধি ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ- আনোয়ারুল কবির ভূঁইয়া পুলক, কনসালটেন্ট অকিজ তাকাফুল ইন্স্যুরেন্স- অ্যাডভোকেট বেলাল হোসেন, অর্থ-সম্পাদক ফেনী সমিতি ঢাকা- আনোয়ার উল্লাহ্, আইন বিষয়ক সম্পাদক ফেনী সমিতি ঢাকা- অ্যাডভোকেট আনোয়ারুল হক মজুমদার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট- আবুল কালাম মজুমদার, এজিএম রুপালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়- মনজুর মোর্শেদ চৌধুরী, এসিইও এনসিসি ব্যাংক পিএলসি- মোহাম্দদ খালেদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব সিকিউরিটি আইসিটি উইং আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি- মোঃ শহিদুল ইসলাম, ইনচার্জ ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এবি ব্যাংক পিএলসি- ফারুকুজ্জামান মজুমদার, হেড অব কর্পোরেট লাইবেলিটি ওয়ান ব্যাংক পিএলসি- জাবেদ কার্দার, জনতা লেজার ডেন্টাল কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মইনুল ইসলাম অনিক, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর লক্ষীপুর- নাজমুল ইউসুফ সহ ব্যাংক, বীমা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অনেক উর্ধতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। চেয়ারম্যান এবি পার্টি জনাব মজিবর রহমান ভূঁইয়া মঞ্জু পূর্বনির্ধারিত দলীয় প্রোগ্রামের কারণে আসতে না পেরে ভিডিও করফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সংযোগ-নোফেল এর সার্বিক সফলতা কামনা করেন।
সমাপনী বক্তব্যে সংযোগ-নোফেল এর উদ্যোক্তা ও এডমিন নাছির উদ্দিন মাশুক নোফেল-এর উদ্যোগে পরীক্ষামূলকভাবে তিন জেলায় তিনটি নলকূপ এবং তিন জেলার তিনজনকে যাকাত ফান্ডের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ঘোষণা দিয়ে ভবিষ্যতে উল্লেখিত দুইটি প্রজেক্ট সম্প্রসারণের বিষয়ে উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ করেন।