বিনোদন

পঞ্চমবারের মতো বিয়ে করলেন হলিউড অভিনেতা নিকোলাস কেজ

গত মাসে প্রেমিকা রিকো শিবাতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ তথ্য সম্প্রতি নিশ্চিত করে ৫৭ বছর বয়সী নিকোলাস কেজ বলেন, এটি সত্যি এবং আমরা খুবই সুখী। এক বছর আগে জাপানে ২৬ বছর বয়সী রিকো শিবাতার সঙ্গে পরিচয় হয় নিকোলাসের। গত বছরের ফেব্রুয়ারিতে তাদের ছবি প্রকাশ্যে আসে। কিন্তু তখন রিকোর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে বেশ রহস্য তৈরি হয়েছিল। পরে নিকোলাসের ভাই মার্ক জানান, আগস্টে বাগদান সেরেছেন নিকোলাস-রিকো।
প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তীতে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। টানা এক বছর তারা প্রেমে মশগুল ছিলেন। এরমধ্যে দুই পরিবারের মধ্যেও বিয়ে নিয়ে কথাবার্তা হয়। বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন নিকোলাস। তবে প্রায় এক মাস পর তিনি খবরটি প্রকাশ্যে আনলেন সংবাদ মাধ্যমের। নিকোলাস কেজ ১৯৯৫ সালে প্রথম বিয়ে করেন মার্কিন অভিনেত্রী প্যাট্রিশিয়া আর্কেটকে। ২০০১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরের বছর মার্কিন গায়ক লিসা মারি প্রেসলিকে বিয়ে করেন নিকোলাস। ২০০৪ সালে এই সংসারের ইতি টানেন তারা। একই বছর এলিস কিমের সঙ্গে ঘর বাঁধেন নিকোলাস। ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে এই দম্পতির। ২০১৯ সালে এরিকার সঙ্গে সংসার বাঁধেন অস্কারজয়ী এই অভিনেতা। কিন্তু বছর না পেরুতেই এ সংসারও ভেঙে যায় তার। রিকোর সঙ্গে পঞ্চমবারের মতো ঘর বাঁধলেন নিকোলাস। এখন দেখার বিষয় ৫৭ বছরের নিকোলাস ২৬ বছর বয়সী রিকোকে নিয়ে সংসার তরী কতটা পথ বাইতে পারেন।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পডুন
Close
Back to top button