করোনাভাইরাস

পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা শূন্যে নামে আসল

পশ্চিমবঙ্গে গতকাল সোমবার রাত পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯৮ জন। পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর সোমবার রাতে তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে করোনা রোগী আছেন ৩ হাজার ২৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২ জন। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ২৬৮ জন (সোমবার রাত পর্যন্ত)। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৩১৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৪ জনের। সব মিলিয়ে এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৭৯ হাজার ২৯২ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৬৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন।এদিকে করোনায় মৃতের সংখ্যা কমে আসায় রাজ্যের বহু হাসপাতালে করোনা রোগীর শয্যাসংখ্যা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অনেক ক্লিনিক ও হাসপাতালে করোনা শূন্যের পর্যায়ে নেমে এসেছে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button