পিরোজপুরের ইন্দুরকানীতে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রাকিব শেখ (১৫)। সে উমেদপুর গ্রামের মো. শহিদুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব শেখ তার বাবার কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না পেয়ে রোববার রাতে সবার অগোচরে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত।
নিহতের বাবা মো. শহিদুল ইসলাম বলেন, ‘রোববার দুপুরে খাবার খাওয়ার পর আমার ছেলে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আমি গরীব মানুষ টাকা দিতে না পারায় রাতে বাসায় কেউ না থাকার সুযোগে আত্মহত্যা করে।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, ছেলেটি নেশায় আসক্ত ছিল। পরিবারে কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।