প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তবে গতকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। জানা গেছে, এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হোসেন তৌফিক ইমাম। এরপর ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সম্পর্কিত
এছাড়াও পডুন
Close