প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রথমদিনেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) দুবাই এক্সপোর লিডারশীপ প্যাভেলিয়নে দুই দেশের প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব ও ব্যবসায়ীদের উপস্থিতিতে পররাষ্ট্র, বানিজ্য ও শিক্ষাখাতে এ চুক্তি স্বাক্ষর করা হয়। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরে দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার ও বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই এর মধ্যে অপর একটি চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা। দুবাই চেম্বারের প্রেসিডেন্ট হামাদ বুয়ামীম আমিরাতি ব্যবসায়ীদের চুক্তি স্বাক্ষর করেন।