ফেনীর ফুলগাজতে আবারো অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে (১৬) ৬দিন আটকে রেখে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ফুলগাজী থানায় মঙ্গলবার(৯ মার্চ) তিনজনকে আসামী করে মামালা করেছে কিশোরীর বাবা। প্রধান আসামী মোঃ আরিফ (৩১) মুন্সির হাট ইউনিয়নের দক্ষিন শ্রীপুরের আবুল বশর প্রকাশ বেটকা মিয়ার ছেলে।
ধর্ষিতার বাবা জানান, প্রধান আসামী আমার মেয়েকে দক্ষিন শ্রীপুরে ৬ দিন আটকে রেখে নির্যাতন করেছে। ছেলেরা সহযোগীরাসহ সোমবার আমার মেয়েকে বাড়িতে দিয়ে যাওয়ার চেস্টা করলে আমি গ্রহন না করে থানায় যাই।
মুন্সরি হাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওবায়দুল হক জানান, রবিবার আরিফের বাবা জানান আরিফ পাশ্ববর্তী দরবারপুর ইউনিয়নের মেয়েটিকে নিয়ে ঘরে অবস্থান করছিলো। জিঙ্গাসাবাদে সে জানায় তারা বিয়ে করেছে। কিন্তু কাবিন চাইলে কোন কাবিন দেখাতে পারেনি। সেদিন বিকালে সে বিয়ে কাগজ দেখাবে বলে পালিয়ে যায়।
দরবারপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, মেয়েটির ওয়ার্ডের ইউপি সদস্য ছলিম উদ্দিন ঘটনাটি আমাকে জানালে আমি তাৎক্ষনিক থানায় জানাতে বলি।
মামলার তদন্ত কর্মকর্তা, ফুলগাজী থানার উপ-পরিদর্শক মোঃ মনির জানান, এ মামলার প্রধান আসামী মো. আরিফকে (৩২) আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেস্টা চলছে।