ফেনী

ফেনী বাণিজ্য মেলাঃ

ফেনী চেম্বার অব কমার্স এক সময় ফেনীতে এই বাণিজ্য মেলার আয়োজন করতো। প্রাধান্য দেয়া হতো ফেনীর স্থানীয় ব্যবসায়ী ও সংস্কৃতিমনাদের। যেখানে ফেনীর স্থানীয় ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসতো। আর সংস্কৃতি চর্চাকারীরা একটা স্টেজ শো করতো নিয়মিত। বর্তমানে ফেনীর ব্যবসায়ীদের পেটে লাথি মেরে এসব মেলার অনুমোদন করেন কারা?
করোনা প্রদুর্ভাব কাটিয়ে ব্যবসায়ীরা যখন নূন্যতম বেঁচে থাকার চেস্টা চালিয়ে যাচ্ছেন, সেখানে এরকম একটা মেলার যুক্তি আছে কি? যদি একান্তই বাণিজ্য মেলার করা প্রয়োজন পড়ে তাহলে ফেনীতে কি কোন ব্যবসায়ী নেই? কেনো ফেনীর বাইরের অব্যবসায়ীরা ফেনীতে ব্যবসা করতে আসবে? এদের কে বা কারা কিসের বিনিময়ে কিসের স্বার্থে, কেন মেলা বসানোর অনুমোদন দেওয়া হয়?
আজকে যদি রাজাঝির দিঘীর পাড়ে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের সাময়িক সুবিধার জন্য এই মেলার আয়োজন করা হতো, তাহলে সর্ব মহলে প্রশংশিত হতো।
আজকে যদি ফেনীর ব্যবসায়ীদের দিকে তাকিয়ে এই মেলার আয়োজন হতো, তাহলে প্রশংসিত হতো। সর্বোপরি এই মেলা বন্ধ না হলে ফেনীর সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। তাই অনতিবিলম্বে এই মেলার আয়োজন বন্ধ করা হোক।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button