গতকাল সোমবার বনশ্রী তে শুভ উদ্বোধন হলো WEB পরিবারের পাচঁ সদস্যর উদ্যোগে প্রতিষ্ঠান ফ্রেন্ডস কালেকশন এন্ড টেইলার্স।উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,ফরাজী হাসপাতালের লি: এর সম্মানিত চেয়ারম্যান স্বাস্থ্য ও উদ্যোক্তা বন্ধু ডাঃ ইমন ফরাজী,WEB এর প্রেসিডেন্ট রূপা আহমেদ, আই এফআইসি,বনশ্রী শাখার Branch manager মীর রুবেল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভ হোক্ আগামীর পথোচলা,সফলতায় পূর্ণ হোক।