অন্যান্য

বনশ্রী তে শুভ উদ্বোধন হলো প্রতিষ্ঠান ফ্রেন্ডস কালেকশন এন্ড টেইলার্স

বনশ্রী তে শুভ উদ্বোধন হলো WEB পরিবারের পাচঁ সদস্যর উদ্যোগে প্রতিষ্ঠান ফ্রেন্ডস কালেকশন এন্ড টেইলার্স।

গতকাল সোমবার বনশ্রী তে শুভ উদ্বোধন হলো WEB পরিবারের পাচঁ সদস্যর উদ্যোগে প্রতিষ্ঠান ফ্রেন্ডস কালেকশন এন্ড টেইলার্স।উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,ফরাজী হাসপাতালের লি: এর সম্মানিত চেয়ারম্যান স্বাস্থ্য ও উদ্যোক্তা বন্ধু ডাঃ ইমন ফরাজী,WEB এর প্রেসিডেন্ট রূপা আহমেদ, আই এফআইসি,বনশ্রী শাখার Branch manager মীর রুবেল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভ হোক্ আগামীর পথোচলা,সফলতায় পূর্ণ হোক।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button