বিশ্ব

বাংলাদেশসহ ৯ দেশে ফ্লাইট স্থগিত সংযুক্ত আরব আমিরাতের

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ভয়ংকর রূপ নেয়ায় বাংলাদেশসহ বিশ্বের ৯ দেশে ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের সিভিল এভিয়েশন অফ জেনারেল অথরিটি এই ঘোষণা দিয়েছে।
এমন ঘোষণার পরপরই এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইন্স এসব দেশে ফ্লাইট স্থগিত করেছে। দেশগুলো হলো- ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ডি আর কঙ্গো ও উগান্ডা।

এছাড়া এসব দেশে থেকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশনের সদস্য, আমিরাতের গোল্ডের ভিসাধারীরা দেশটিতে শর্ত মেনে প্রবেশ করতে পারবেন।

ভারতের ওপর এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ৬ জুলাই পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট স্থগিত থাকবে ৩০ জুন পর্যন্ত।

ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button