বাংলাদেশ

বোমা বানাতে গিয়ে বিষ্ফোরিত হয়ে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরিত হয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী, পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিলো। এ সময় বাড়িওয়ালা বোরহান উদ্দিন ও ওয়াহেদুল মিয়াসহ তিনজন নিহত হন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ধারনা করা হচ্ছে কোন জঙ্গী সংগঠনের নেতাকর্মীরা গোপনে বোরহান উদ্দিনের বাড়িতে নাশকতামূলক কোন কাজ করছিলো। কিন্তু হঠাৎ তা বিস্ফোরিত হলে বাড়ির মালিক বোরহান উদ্দিনসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অপর জনের নাম পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button