বাংলাদেশ

ব্যবসায়ী আবদুর রশিদকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীর দক্ষিণখান থানার পাশে আবদুর রশিদ নামের স্থানীয় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে শর্টগান দিয়ে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম হান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ বুধবারের এই ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন আমিনুল ইসলাম হান্নানসহ আরও ছয়জনকে আটক করেছে পুলিশ। শর্টগানটিও জব্দ করা হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, নিহত আবদুর রশীদের সঙ্গে হান্নানের ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। এরই জের ধরেই তাকে গুলি করেছেন হান্নান। এরই মধ্যে হান্নানসহ ছয়জনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button