তুখোড় রাজনীতিবিদ, সিনিয়র আইনজীবী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আজ দেশে আসছে । সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।
আগামীকাল সকাল ১০টায় নয়াপল্টনের দলীয় কার্যালয় এবং ১১টায় সুপ্রিম কোর্টে মওদুদ আহমদের জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ নেয়া হবে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে। সেখানে কয়েক দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ। সমসাময়িক যেকোনো প্রসঙ্গ কিংবা ইতিহাস নির্ভর রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শনে তার ছিল ঈর্ষনীয় দক্ষতা। রাজনৈতিক দূরদর্শিতায়ও নিজেকে কুশলী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।