বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া দুই আনা সোনার কানের দুলের জন্য শিশু কাশফিয়া আক্তারকে খুন করে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই আনা সোনার কানের দুলের জন্য কাশফিয়া আক্তার নামের আট বছরের শিশুকে হত্যার দায় স্বীকার করে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের আদালতে ১৬৪ ধারায় তাঁরা এ জবানবন্দি দেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাশফিয়া উপজেলার সদর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের আবদুল কাদেরের মেয়ে। নোয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গত মঙ্গলবার সন্ধ্যার পর সে নিখোঁজ হয়। পুলিশ গতকাল বুধবার সকাল নয়টার দিকে গ্রামের একটি বাড়ির পাশে রাখা লাকড়ির স্তূপের নিচ থেকে কাশফিয়ার লাশ উদ্ধার করে। নিহত শিশুর বাবা আবদুল কাদের বাদী হয়ে গতকাল রাত ১২টার দিকে একই গ্রামের রিমি আক্তার (২২), হোসেন মিয়া (২০) ও জামির মিয়াকে (১৮) আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশ ওই তিনজনকে গ্রাম থেকে গ্রেপ্তার করে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button