ফরিদপুরের বোয়ালমারীতে সংখ্যালঘু এক কলেজ ছাত্রীকে অপহরণের ৩ দিন পরও উদ্ধার হয়নি। এ ব্যাপারে অপহৃতের বাবা রবিবার রাতে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদের ছোট ছেলে তারেক আহমেদ রবিবার রাত ৮টায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে (১৬) তার বাড়ির সামনে থেকে অপহরণ করে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় ওই ছাত্রী পার্শ্ববর্তী একটি বাজারে যাওয়ার সময় অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই রাতেই বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অপহৃত ছাত্রীর বাড়ি উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে। সে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত কাদিরদী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্রী। ঘটনার পর তিন দিন কেটে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা যায়নি।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মামুন অর রশীদ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।