বিশ্ব

মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

মিয়ানমারে সাদা পোশাকে বিবিসি বার্মিজের এক সাংবাদিককে আটক করা হয়েছে। অং থুরা নামের ওই সাংবাদিক আটকের সময় মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি আদালতের বাইরে রিপোর্ট করছিলেন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বিবিসি। আটক সাংবাদিকের অবস্থান শনাক্তে সাহায্য চাওয়া হয়েছে এতে।

বিবিসির খবরে বলা হয়, অং থুরার সঙ্গে থান তিকে অং নামের আরেক সাংবাদিককেও তুলে নেয়া হয়। তিনি স্থানীয় গণমাধ্যম মিজিমাতে কাজ করেন। এ মাসের প্রথমে মিজিমার লাইসেন্স বাতিল করে জান্তা সরকার। একটি গাড়িতে করে এসে তাদেরকে তুলে নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

গত ১লা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর এখন পর্যন্ত ৪০ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে গ্রেপ্তার রয়েছেন প্রধানমন্ত্রী অং সান সুচিসহ সাবেক সরকারের অনেক সদস্যও।   

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button