একটা বিষয়ে আমরা সবাই করার চেষ্টা করি। আমরা চাই নিজের ব্যক্তিত্ত এবং নিজের উপস্থাপনা সুন্দর করে সবার মাজে উপস্থাপন করতে কিন্তু ইচ্ছে থাকার সত্ত্বেও আমরা তা করতে পারিনা কারণ আমাদের অনেকের হয়তো সেইভাবে বেড়ে উঠা হয়নাই বা অন্য অনেক সমস্যার কারণে। তাছাড়া আমরা হয়তো অনেক সুন্দরভাবে কথা বলতে জানি কিন্তু কোথাও পাবলিকলি কোন বক্তব্য বা উপস্থাপন করতে গেলে মুখে অনেক জড়তা থাকে বা কিভাবে ভালোভাবে শুরু করবো বুঝে উঠতে পারিনা। তখন আমাদের অনেক লজ্জায় পড়তে হয়।
আমাদের এই সব ধরনের সমস্যার সমাধান করার জন্য অনেক সুন্দর একটা প্লাটফর্মের আয়োজন করেছেন “ফিউচারাইজার্স বাংলাদেশ স্কুল অফ স্কিল ডেভেলপমেন্ট” এর ফাউন্ডার চেয়ারম্যান এন্ড সিইও মোঃ সাখাওয়াত উল্লাহ শান্তু।
আগামী ১২-১৪ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার, শনিবার ও রবিবার ৩দিন ব্যাপি Training of Trainers (TOT) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ৩ দিনের এই প্রশিক্ষণ কর্নশালায় আপনাকে যা যা শিখানো হবে……
# শুদ্ধস্বরে কিভাবে বাংলায় উচ্চারণ করতে হয়।
# আপনি কিভাবে পাব্লিক স্পিকার হবেন।
# কিভাবে সেলস মার্কেটিং এ জব করা যায়।
# কিভাবে একটি মাল্টিলেভেল মার্কেটিং কোঃ একজন দক্ষ ট্রেইনার হবেন।
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এসে আপনি এই প্রশিক্ষণ করতে করবেন। এই প্রশিক্ষনটি করার জন আপনি পেইজবুক পেইজ Futurizers Bangladesh এইখানে ইনবক্স করে আরও বিস্তারিত জানতে পারবেন। অথবা কল করতে পারেন 01747596569 আপনাকে সব ধরনের সহায়তা করা হবে ইনশাআল্লাহ।
-কে এ তানিস