মুন্সিগঞ্জের গজারিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ছাত্রী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসার সামনে থেকে তাকে তুলে নেয় স্থানীয় আকাশ ও সালাউদ্দিন। পরে পাশের পরিত্যক্ত বসতভিটায় নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা।
এছাড়া ছাত্রীকে হাসপাতালে নেয়ার পথে বাধা দেয় অভিযুক্ত ধর্ষকদের আত্মীয় স্বজনেরা। পরে ৯৯৯ এ কল দিলে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।