অধিক নির্ভরশীলতার কারণে টানা তিন ম্যাচে সাকিব আল হাসানকে খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সাকিব সেই আস্থার প্রতিদান দিতে পারলেন কই? ব্যাট হাতে একেবারে ব্যর্থ। বল হাতেও সুবিধা করতে পারেননি। তারওপরে কলকাতার চেন্নাই পর্ব শেষ। আগামী ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে পিচ চেন্নাইয়ের মতো অতটা স্পিনবান্ধব নয়। সে ব্যাপারটা মাথায় রেখেই পরের ম্যাচে দলের মূল একাদশে পরিবর্তন আনতে চলেছে দলটি। অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচ শেষে সে ইঙ্গিতটাই দিয়েছেন দলটার কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
তাতে সংশয় দেখা দিয়েছে সামনের ম্যাচে সাকিবের একাদশে থাকা নিয়ে।
আগের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরেগেছে। গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের ম্যাচে কলকাতার অন্যান্য সতীর্থদের মতো হতাশ করেছেন সাকিবও। হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে পর্যাপ্ত সুযোগ পাননি। মুম্বাইয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলকে জেতানোর সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছেন। বেঙ্গালুরুর বিপক্ষে সে দায় মিটানোর ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যাটসম্যান সাকিব আবার হতাশ করলেন। যে ম্যাচে দলের জয়ের জন্য প্রায় দুই শ স্ট্রাইকরেটে রান তোলা দরকার, এমন ম্যাচেও ব্যাট করেছেন স্লথ গতিতে। এর আগে বল হাতেও ব্যর্থ হয়েছেন। প্রথম দুই ওভারে ২৪ রান দেয়ার পর তাকে আর বল করানোর সাহস পাননি ইংলিশ অধিনায়ক। ফলে ফিসফাস শুরু হয়ে গিয়েছে, হয়তো সাকিবের জায়গায় পরের ম্যাচেই ফিরতে পারেন নারাইন। গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন খোদ কলকাতার কোচ ম্যাককালাম। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘আমাদের প্রথম ম্যাচের আগে সুনীল নারাইনের চোট ছিল। ও শতভাগ ফিট ছিল না। ও অবশ্যই আমাদের হিসাবে আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ও খেলার জন্য ফিট ছিল, কিন্তু আমরা ওর জায়গায় সাকিবকে খেলিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে ও আমাদের ব্যাটিংয়ের দিক দিয়ে আরেকটু সাহায্য করতে পারবে, যে এর আগে আমাদের সাহায্য করেছে।’
যদিও সম্ভাব্য এই পরিবর্তনের পেছনে চেন্নাইয়ের সঙ্গে মুম্বাইয়ের পিচের পার্থক্যের কথাই তুলে ধরেছেন এই কিউই কোচ, ‘তিন ম্যাচের পর যেটা মনে হচ্ছে, আমাদের ছেলেরা বেশ ভালোই খেলছে, কিন্তু আমার যেটা মনে হয়, মুম্বাইয়ের একটু ভিন্নতর পিচের জন্য আমাদের একাদশকে একটু নতুন করে সাজাতে হবে। হয়তো পরের ম্যাচে আমরা এক-দুজন খেলোয়াড় পরিবর্তন করব মূল একাদশ থেকে। কিন্তু সব মিলিয়ে আমার কাছে মনে হয়, এই টুর্নামেন্ট জেতার বেশ ভালোই সম্ভাবনা আছে আমাদের, যদি আমরা আরেকটু পরিকল্পিত খেলা খেলতে পারি।’