0%
বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের নারায়ণপুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৬০) যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।
এদিকে এ ঘটনায় ভাতিজা আলালকে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের রওশন আলীর ছেলে।
স্থানীয় চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ রকিবুল ইসলাম জানান, আবুল কাশেম ফজরের নামাজ পড়ে নারায়ণপুর মোড়ে চাপানে যান।
সেখানে মানসিক ভারসাম্যহীন ভাগিনা আলালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় আলাল বটি দিয়ে চাচা কাশেমের মাথায় আঘাত করে।
কাশেমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক আলালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।