ইসলামে চন্দ্র মাসগুলোর মধ্যে রজব মাস অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয় এই মাসের মধ্যেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর দিদার লাভ করেন।
চন্দ্র মাস গুলোর মধ্যে যখনই রজব মাসের চাঁদ উদিত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে রজব মাসের বরকত ও ফজিলত বর্ণনা করেন, এবং এই মাসে যথেষ্ট চিয়াম তথা রোজা পালন করেন।
পবিত্র চন্দ্র মাসের রজবে বিশ্বনবী জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি বরকতের দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি আলাইহিম আজমাঈন দেরকে বরকতের দোয়া করতে উৎসাহ দিতেন এবং তিনাদেরকে এই দোয়া শিখিয়ে দিতেন,
اللهم بارك لنا في رجبه وشعبان وبلغنا رمضان،،،،امين
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আসুন আমরা পবিত্র রজব মাসে এই দোয়া বেশি বেশি পড়ে আমল করি,
এবং যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করি ,,, অন্ততপক্ষে সোম ও বৃহস্পতিবার সাপ্তাহিক নফল রোজা গুলো রাখি।
হে আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন
শেখ জামাল
রায়পুরী