রাজধানীর দারুস সালাম এলাকার হরিরামপুর টালি এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, আসন্ন ঢাকা-১৪ আসনের নির্বাচনকে ঘিরে এ সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৪ টার দিকে ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দারুস সালামের হরিরামপুর টালি কোম্পানির বাড়ি সংলগ্ন আলওয়াফি কনভেনশন হলে স্থানীয় আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে। হলে প্রবেশ করার আগে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ।