ছন্ধহিনবাংলাদেশ

রাজনীতিতে জাতীয় পার্টি সম্ভাবনাময় শক্তি : জি.এম. কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টিতে যোগ দিলে তাকে অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে মাইদুল ইসলাম টেক্কা জাতীয় পার্টিতে যোগ দেন।

তাকে স্বাগত জানিয়ে জি.এম.কাদের আরো বলেন, শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। দুর্নীতি আর দলীয়করণ বন্ধ হলে বৈষম্য থাকবে না। অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। জাতীয় পার্টির দরজা সবার জন্য উন্মুক্ত। জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন।

তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে নিরাপদ রাজনৈতিক সংগঠন। যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন। জাতীয় পার্টি সবচেয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

সূত্র : বাসস

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button