আগামীকাল সোমবার থেকে রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে সকল ধরনের বিপণিবিতান ও দোকানপাট। এ সিদ্ধান্ত সারা দেশে একযোগে কার্যকর হবে। রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এতে এফবিসিসিআই, দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে ১লা জুলাই থেকে ১০ই জুলাই রাত ১০টা পর্যন্ত এ নিয়ম শিথিল করার অনুরোধ করা হয়। এই দুই ঘণ্টা বাড়তি দেয়া হবে কিনা-এ প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সেখানে অনুমতি পেলে পরে সিদ্ধান্ত হবে।
হাসপাতাল, রেল স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, হোটেল, নাপিত, ঔষধের দোকান, সিনেমা, থিয়েটার, মিষ্টি ও ফুলের দোকান, ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাস অফিস, ক্লাবসহ অন্যান্য জরুরি সেবাদানকার প্রতিষ্ঠান এ নিয়মের বাইরে থাকবে। গত ১৬ই জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে রাত আটটার পর সারা দেশে দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশ দেয়া হয়। এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।