করোনাভাইরাস

রেকর্ড ছাড়িয়ে গেল ভারতে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যুতে

করোনাভাইরাসে সৃষ্ট মৃত্যুপুরী ভারতের অবস্থা দিনকে দিন খারাপ হয়েই যাচ্ছে। রাস্তায় রাস্তায় মানুষ মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছে। রাস্তার ধরে পড়ে আছে লাশের সারি। কোথাও বা আবার পাশাপাশি রাখা হয়েছে পোড়ানোর জন্য। এরই মধ্যে গত দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ৮১২ জন। আর আক্রান্ত, ২৪ ঘণ্টার রেকর্ড ছাড়িয়ে তিন লাখ ৫২ হাজার ৯৯১ জন। এটিই এখন এখন পর্যন্ত দেশটিতে ও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
ভারতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১২৩ জন। মোট এক কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ লাখ ১৯ হাজার ২৭২ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৪৩ লাখ ৪ হাজার ৩৮২ জন। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ভারতে সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হলো মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পুরো দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এতে দেশটির বিভিন্ন স্থানের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেন, বেড ইত্যাদির সংকট দেখা দিয়েছে। মে মাসে সংক্রমণ পিক-এ পৌঁছবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button