ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই চারজনের মরদেহ যাত্রাবাড়ী এলাকা থেকে এসেছে বলে মেডিকেল সূত্রগুলো জানিয়েছে।
শনিবার কারফিউ এর মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এদিকে শনিবার দুপুরে সাভারে সহিংসতায় একজন মারা গেছে বলে জানা গেছে। ওই ঘটনায় অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সকালে সংবাদদাতা রামপুরা, বনশ্রী এলাকায়ও পুলিশকে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখেছেন।
এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।